নিখিল বঙ্গ সমবায় ব্যাঙ্ক কর্মচারী ফেডারেশন তাঁদের প্রতিষ্ঠা দিবসে ওয়েব সাইট স্থাপনা ও সমবায় সংগ্রামের ই সংস্করণ প্রকাশ করার যে সিদ্ধান্ত নিয়েছেন, তার নেতৃত্বকে অভিনন্দন জানাই। covid ১৯ এর আবহাওয়ায় যেখানে সাধারণ ট্রেড ইউনিয়ন কর্মসূচি আমরা পালন করতে পারছি না, সেখানে সদস্যদের কাছে সংগঠনের বার্তা পৌঁছে দেওয়ার একমাত্র মাধ্যম, আজকের দিনে ই ম্যাগাজিন। ব্যাঙ্কফ্ল্যাগও এখন ই ম্যাগাজিন হিসেবে বেরোচ্ছে। খুব একটা কঠিন সময়ের মধ্য দিয়ে আমরা চলছি। প্যানডেমিকের ফলে অর্থনৈতিক কর্মকাণ্ড বস্তু এরত পক্ষে বন্ধ। লক্ষ কোটি মানুষ কর্মচ্যুত হয়েছেন। আমাদের দেশের অর্থনীতি রক্তাল্পতায় ভুগছে অনেক আগে থেকেই। অতিমারি একে রক্তশূন্য করে দিয়েছে। এই সঙ্কট থেকে বেড়িয়ে আসার জন্য দেশের অর্থনিতীবিদরা যা বলছেন সরকার তাতে কর্ণপাত করছেন না। বরঞ্চ বিদ্রুপের সঙ্গে তাকে উড়িয়ে দিয়েছেন। হার্ভার্ড নয় হার্ড ওয়ার্ক- প্রধান মন্ত্রীর কাছ থেকে এই বক্তব্যই আমরা পেয়েছি।পরিযায়ী শ্রমিকদের দুর্দশার মূলে সরকারের সিদ্ধান্ত। যে অবিমিশ্রকারিতা এবং হৃদয়হীনতার পরিচয় কেন্দ্রীয় সরকার দিয়েছেন তা পৃথিবীর ইতিহাসে বিরল। গ্রামীণ অর্থনীতিকে উন্মুক্ত করে দেওয়া হল। সমবায় ব্যাংক গ্রামীণ অর্থনীতির বিকাশের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকে। গ্রামীণ অর্থনীতির বিকাশ যদি না হয় তাহলে ভারতবর্ষ শিল্পে কখনও উন্নত হতে পারে না। চাহিদা মূলত গ্রামে সৃষ্টি হয়। চাহিদা হলে লগ্নি হয়। চাহিদা সৃষ্টি হচ্ছে না কারণ বিমুদ্রাকরন গ্রামীণ অর্থনীতির মাজা ভেঙে দিয়েছে। সমবায় ব্যাংকের যে ঘোষিত লক্ষ্য তা পূরণ করার জন্য রাস্তাই আপনাদের রাস্তা। ফেডারেশনের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেই পথে আপনারা এগিয়ে চলুন, ব্যাঙ্ক কর্মচারী আন্দোলনের একজন কর্মী হিসাবে এটাই আমার কামনা।
অভিনন্দন সহ,
কমল ভট্টাচার্য্য।