আলোকচিত্রে নদীয়া ডিস্ট্রিক সেন্ট্রাল কো-অপারেটিভ ব‍্যাঙ্ক এমপ্লয়িজ ইউনিয়নের ৫৪তম বর্ষে ২১তম দ্বিবার্ষিক সম্মেলন

আলোকচিত্রে নিখিল বঙ্গ সমবায় ব‍্যাঙ্ক কর্মচারী ফেডারেশনের ৫৫তম প্রতিষ্ঠা দিবসে রাজ‍্য অফিসে পতাকা উত্তোলন অনুষ্ঠান।

দুইদিনের সভার পর এক সাংবাদিক সম্মেলনে রং আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক কমরেড তপন কুমার বসু ও সহ সাধারণ সম্পাদক কমরেড অশোক কুমার রায় ও অন্যান্য কমরেড গণ।

তেলেঙ্গানা কেন্দ্রীয় সমবায় ব্যাংক কর্মচারী অ্যাসোশিয়েশনের রাজ্য সম্মেলন গত ৯ই এপ্রিল ২০২২ করিমনগরে অনুষ্ঠিত হয়। সম্মেলনের কিছু স্থিরচিত্র

নিখিল ভারত সমবায় ব্যাঙ্ক কর্মচারী ফেডারেশনের সম্পাদকমণ্ডলীর সভা অনুষ্ঠিত হলো কেরালার কোঝিকোড়ে ( কালিকট ) অনুষ্ঠিত হলো । সভায় সভাপতিত্ব করেন কম জি ভৈরাপ্পন । সংগঠনের সম্পাদক কম্ তপন কুমার বোস আলোচ্য তিনটি বিষয় – সমবায় ব্যাঙ্কে দ্বি স্তর প্রথা চালু , পেনশন নিয়ে আলোচনা হয়। সভায় এ আই বি ই এর সাধারণ সম্পাদক কমরেড সি এইচ ভেঙ্কটচলম উপস্থিত ছিলেন।

36th Foundation Day of All India Co-operative Bank Employees Federation observed at ICMARD, Kolkata. Comrade Rajen Nagar, President of AIBEA hoisted the Federation’s Flag. Comrade Tapan Kumar Bose, General Secretary of AICBEF and other Comrades garlanded. Com Rajen Nagar in his speech emphasis on need of structural changes of Co- operative Banking sector and at the same time Co-operative Bank Employees should participate in the ongoing struggles of Banking Sector

Com Tapan Kumar Bose & Com Rampal Singh both founder office-bearers of AICBEF met at the conference of CBSA UP, Bijnor on 24th April, 2022.

Picture of Coordination Program of AICBEF at Nagaland

গতকাল ১১ই জুন নিউ দীঘা সায়েন্স সেন্টারে তমলুক ঘাটাল সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের ৩০তম সম্মেলন অনুষ্ঠিত হয়। পতাকা উত্তোলন,শহীদ বেদীতে মাল্যদান ও নীরবতা পালনের মধ্যে দিয়ে সম্মেলনের কাজ শুরু হয়। সম্মেলনের উদ্বোধনী ভাষণে AIBEA এর সর্বভারতীয় সভাপতি কমরেড রাজেন নাগর কেন্দ্রীয় সরকারের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের একীকরণ, প্রাইভেটাইজেশন, শাখা বন্ধ, কর্মী সংকোচন, কর্পোরেট স্বার্থে শ্রম আইন সংশোধন প্রভৃতি বিষয়ে আলোচনা করেন । কমরেড তপন কুমার বোস, সাধারণ সম্পাদক AICBEF দেশের কেন্দ্রীয় সমবায় ব্যাংকগুলিকে রাজ্য সমবায় ব্যাঙ্কের সঙ্গে সংযুক্ত করতে রিজার্ভ ব্যাংকের গাইড লাইনের উল্লেখ করে বলেন যে আমাদের দীর্ঘ আন্দোলনের ফলশ্রুতিতে এই গাইডলাইন আজ জারি করলেও আমাদের তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে একে কার্যকরী করতে । আগামী ৪ঠা জুলাই দেশের সব RBI দপ্তরের সামনে সমবায় ব্যাঙ্কের কর্মচারীরা সমবেত হয়ে ডেপুটেশন দেবেন। সম্মেলনে বক্তব্য রাখেন কমরেড এডওয়ার্ড লিনসিঙ সহ সম্পাদক AICBEF, কমরেড অশোক কুমার রায়, কোষাধ্যক্ষ AICBEF. সংগঠনের সভাপতি কমরেড হিমাদ্রী কান্ডার সভাপতিত্ব করেন। সম্পাদকীয় রিপোর্ট পেশ করেন কমরেড বিকল্প সামন্ত । রিপোর্টের উপর অনেক কমরেড অংশ গ্রহণ করেন । সম্মেলনে ২১ জনের কার্যকরী সমিতি গঠিত হয়। সম্মেলনে ২ জন অবসরপ্রাপ্ত কর্মচারী কে সম্বর্ধনা জানানো হয় । কম শচীন নাথ ও কম সজল মাঝি সংগঠনের ফান্ডে অবসরকালীন প্রাপ্য অর্থ থেকে ৫০০০০ ও ১৫০০০ টাকা দান করেন, যা সংগঠনের প্রতি এক অনন্য দৃষ্টান্ত।

Conference at Krishnanagar on 17.07.2022

9 new member join in Bankura Town Co-operative Employees Union with presence of Dist. President Com. Subit Pal and Dist. Secretary Com Sagar Roy.

9 new member join in Bankura Town Co-operative Employees Union with presence of Dist. President Com. Subit Pal and Dist. Secretary Com Sagar Roy.

Foundation Day celebration at “The Bank Employees Co-operative Bank Ltd.” on 21/12/2022, Kolkata

9th Biennial Conference of BPBEA on 08/01/2023 at Bankura, West Bengal

প্রয়াত কমরেড অসিত ব‍্যানার্জী স্মরণে।

All Kerala Co-op. Bank Employees Association’s 6th Conference held at Kollam on Jan 28 & 29. Delegates session inaugurated by Tapan Kumar Bose, General Secretary, AICBEF. Conference inauguration by Smt. J. Chinchu Rani, Hon. Minister for Dairy Development & Animal husbandry.

সারা দেশের ব‍্যাঙ্ক কর্মচারী আন্দোলন ও সংগঠনের প্রতিষ্ঠাতা এবং সমবায় ব‍্যাঙ্ক কর্মচারী ফেডারেশন প্রতিষ্ঠাতা প্রথম সম্পাদক মহাগুরু কমরেড মনোরঞ্জন বসুর মহাপতনে জানাই বিনম্র শ্রদ্ধা। কমরেড মনোরঞ্জন বসু অমর রহে।

Com Tapan Kumar Bose General Secretary, AICBEF & ABCBEF garlanding pictures of Com Monogram Bose on Shradh Ceremony. Com Gangadhar Mondal & Com Partha Chanda were also present on the occasion to garland the pictures.

3rd Meeting of North Eastern Council of Co-operative Bank Employees held on 11th March 2023 at Hotel PYBSS, organized by Arunachal Pradesh State Co-operative Apex Bank Employees Association. Comrades from North Eastern States participated in the meeting. General Secretary of AICBEF Com Tapan Kumar Bose explained, in his speech, the situation prevailed in the Co- operative Banking sector and need of unity & struggle for development of the sector in the interest of Employees. Com. Edward Lynshing, convener of the North East Council, placed the report of activities of the Council. Sri Bittu Kri , Managing Director, Arunachal Apex Bank Ltd, as special guest, spoke on the various problems of co operative Banking of the state. Comrade Ashok Kumar Roy, treasurer, AICBEF spokes on issues of Higher pension under EPS’95. Comrades from states of North East Region also discussed on the different issues of the Co-operative Banks. Com Tadar Taluk, President of APSCABEA presided over the meeting.

গত রবিবার ৪.০৬.২০২৩ বৈদ্যবাটী শেওড়াফুলি বাঙ্কে রাজ‌্যের শহর সমবায় ব্যাংকের কর্মচারীদের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমরেড দীপংকর ঘোষ। দেশের শহর সমবায় ব্যাঙ্কগুলি আজ গভীর সমস্যার মধ্যে। ছোট ছোট এরিয়ায় কাজ করার ফলে বেশ কিছু জায়গায় NPA এর বৃদ্ধি, বিনিয়োগের সুযোগ কম ( CD Ratio ), আমানত না বাড়া সর্বোপরি বেশীরভাগ ব্যাঙ্কে নির্বাচিত পরিচালক মন্ডলী‌ না থাকায় সরকার নিযুক্ত CEO থাকায় প্রকৃত পক্ষে কোনো রকমে দিনগত পাপক্ষয় হচ্ছে। ইতিমধ্যে সিউড়ি ফ্রেন্ডস ইউনিয়ন কো অপারেটিভ ব্যাঙ্ককে কেন লিকুইডেশন করা হবে না এই মর্মে রিজার্ভ ব্যাঙ্ক নোটিশ দিয়েছে। আমরা সকলেই গভীর শংকায় আছি। বীরভূম DCC ব্যাঙ্কের সঙ্গে merger এর প্রস্তাব সরকার ও RBI অনুমোদন করেনি। সরকার কে অবিলম্বে এই জেলার একমাত্র শহর সমবায় ব্যাঙ্কের বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে হবে । সমবায় ব্যাঙ্কগুলিতে অবিলম্বে নির্বাচন করতে হবে। ক্রেতাদের স্বার্থে আধুনিক সব রকম ব্যবস্থা নিতে হবে । এক জেলার মধ্যে অবস্থিত একাধিক সমবায় ব্যাঙ্ককে যুক্ত করে একটি ব্যাঙ্ক করতে হবে। শহর সমবায় ব্যাঙ্ক কর্মচারীদের নিয়মিত যথাযথ প্রশিক্ষণ দিতে হবে। ব্যাঙ্কগুলিকে আকার আয়তনে বৃদ্ধি, কর্মচারীদের সময়োপযোগী প্রশিক্ষণ, প্রয়োজনীয় সংখ্যক কর্মী নিয়োগ ও আধুনিক ব্যবস্থাপনা না করতে পারলে ব্যাঙ্কগুলি সংকটে পড়বে। সভায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শহর সমবায় ব্যাংকের কর্মচারী নেতৃত্ব উপস্থিত ছিলেন। নিখিল ভারত সমবায় ব্যাঙ্ক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক কমরেড তপন কুমার বসু সহ কম্ অশোক কুমার রায়, কম্ অমর বেরা, কম সঞ্জয় সাহা ও শেওড়াফুলি বাঙ্কের নেতৃত্ব উপস্থিত ছিলেন।

Our Leaders of the Leader.

গত ২৬-২৭শে আগষ্ট কৃষ্ণনগরে নদীয়া জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাংক ভবনে নিখিলবঙ্গ সমবায় ব্যাংক কর্মচারী ফেডারেশনের ২১ তম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হলো উৎসাহ উদ্দীপনার সঙ্গে। সারা রাজ্য থেকে সমবায় ব্যাংক কর্মচারীরা এই সম্মেলনে যোগদান করেন। সম্মেলনের উদ্বোধন করেন কম্ রাজেন নাগর। কম্ কমল ভট্টাচার্য,কম পার্থ চন্দ, কম তপন ভট্টাচার্য,কম্ সাগর রায়, কম্ ভাস্কর ব্যানার্জী, কম নন্দ ভট্টাচার্য, কম সঞ্জীত চ্যাটার্জী বক্তব্য রাখেন। শ্রী শিবনাথ চৌধুরী, চেয়ারম্যান নদীয়া জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাংক সম্মেলনে আগতদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন। অন্ধ্রপ্রদেশ সমবায় কেন্দ্রীয় সমবায় ব্যাংক কর্মচারী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কমরেড রবি কুমার সম্মেলনের সাফল্য কামনা করে বক্তব্য রাখেন। কম্ রঘুনাথ নন্দী প্রতিনিধিদের স্বাগত জানান। সম্মেলনে রিপোর্ট ও আয়ব্যয়ের হিসাব পেশ করেন সাধারণ সম্পাদক কম্ তপন কুমার বোস । সম্মেলনে সভাপতিত্ব করেন কম্ অমরেন্দ্র নাথ পোদ্দার, কম্ গঙ্গাধর মন্ডল, অমূল্য রতন চ্যাটার্জী, কম্ বিজয় দাস মজুমদার কে নিয়ে গঠিত সভাপতিমণ্ডলী । সম্মেলন থেকে আগামী দিনের জন্য নতুন সম্পাদকমণ্ডলী নির্বাচিত হন।

নিখিলবঙ্গ সমবায় ব্যাংক কর্মচারী ফেডারেশনের নব নির্বাচিত সম্পাদকমণ্ডলীর নাম দেওয়া হলো – ১)কম্ অমরেন্দ্র নাথ পোদ্দার – প্রধান উপদেষ্টা ২) কম্ অশোক কুমার রায় – সভাপতি ৩) কম্ তপন কুমার বোস – সাধারণ সম্পাদক ৪) সহ সভাপতি – কম্ গঙ্গাধর মন্ডল ৫) সহ সভাপতি কম্ বিজয় দাস মজুমদার ৬) সহ সভাপতি কম্ অমূল্য রতন চ্যাটার্জী ৭) সহসভাপতি দিলীপ মাইতি ৮) সহসভাপতি কম্ নিলয় মজুমদার ৯) সহসভাপতি কম্ আবীর বাগচী ১০) সহ সাধারণ সম্পাদক কম্ মনোজিৎ দাস ১১) সম্পাদক CCB Sector কম্ সঞ্জয় সাহা ১২) সম্পাদক Urban Sector কম্ মানস ঘোষ ১৩) সম্পাদক ARDB sector অমিতাভ তালুকদার ১৪) যুগ্ম সম্পাদক কম্ সুশান্ত ঘোষ ১৫) যুগ্ম সম্পাদক কম্ হিমাদ্রী কান্ডার ১৬) যুগ্ম সম্পাদক কম্ অভিজিৎ মাইতি ১৭) যুগ্ম সম্পাদক কম্ মীরা বিশ্বাস ১৮) যুগ্ম সম্পাদক কম্ অনির্বাণ মুখার্জি ১৯) যুগ্ম সম্পাদক কম্ শেখ আব্দুর রাফে ২০) যুগ্ম সম্পাদক কম্ সুভাষ চন্দ্র পাল ২১) যুগ্ম সম্পাদক কম্ তুহিন শুভ্র সাহা ২২) যুগ্ম সম্পাদক কম্ অরিন্দম চ্যাটার্জী ২৩) সম্পাদক সমবায় সংগ্রাম কম্ অমর নাথ বেলা ২৪) অফিস সম্পাদক কম্ রুপ কুমার রায় ২৫) কোষাধ্যক্ষ কম্ সুদীপ ঘোষ ২৬) কম্ দেবাশীষ দত্ত, কেন্দ্রীয় কমিটির সদস্য ২৭) কম রঘুনাথ নন্দী কেন্দ্রীয় কমিটির সদস্য ২৮) স্থায়ী আমন্ত্রিত শিব প্রসাদ বাউল ২৯) স্থায়ী আমন্ত্রিত স্নেহময় দত্ত ৩০) স্থায়ী আমন্ত্রিত রতন সেন ৩১) স্থায়ী আমন্ত্রিত সুবিত পাল।
এছাড়া BPBEA মনোনীত একজন কমরেড Senior VICE PRESIDENT থাকবেন ও যুগ্ম সম্পাদকের একটি পদে একজন কে অন্তর্ভুক্ত করা হবে

Central Committee meeting of AIBEA held on 10th September 2023 at Brahmaputra Jungle Resort, Guwahati, Assam and will be continued tomorrow noon. Com C.H Venkatchalam placed the decision of Office Bearers meeting for implementation of decision of All India Conference of AIBEA. Com Tapan Kumar Bose, General Secretary of AICBEF delivered speech before the meeting. Com G. Vairappan, Com P Pradeep Kumar. Com Ashoke Kumar Roy, Com Edward Lynshing, Com Ravi Kumar, Com Shyam Kumar also present in the meeting.

আজ ১৩.০১.২০২৪ বীরভূম জেলা সমবায় ব্যাংক কর্মচারী সমিতির সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন BPBEA জেলা কমিটির নেতা কম্ সুধীর রায় কম্ কামাল কম্ বরকত। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ABCBEF সভাপতি কমরেড অশোক কুমার রায়। সভায় কর্মচারীদের উপর ব্যাঙ্ক কর্তৃপক্ষের নানা বৈষম্য আচরণ সহ বেতন কাঠামো পরিবর্তন, পেনশন, প্রমোশন ইত্যাদি নিয়ে আলোচনা হয়। স্থির হয় যে কর্মচারীদের দাবি দাওয়া নিয়ে একটি সুসংহত দাবি জানিয়ে দাবীপত্র পেশ করতে হবে। সংগঠনের কাজ পরিচালনা করার জন্য একটি কমিটি ঘোষণা করা হয়। কম বিশ্বজিৎ রায় সভায় উপস্থিত ছিলেন। সর্বভারতীয় সম্মেলনের পর এবিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

কমরেড সুশান্ত মুখার্জি এ সভার আয়োজন করে নতুনভাবে সংগঠনকে শক্তিশালী করার যে উদ্যোগ গ্রহণ করেছেন তার জন্য নিখিল বঙ্গ সমবায় ব্যাংক কর্মচারী ফেডারেশন তাকে অভিনন্দন জানাচ্ছে।​

Midnapore ARDB Employees are meeting after a decade and again brought under ABCBEF/BPBEA. Com Tapan Kumar Bose, General Secretary AICBEF/ABCBEF along with Com Monojit Das, AGS of ABCBEF & Com Sk Abdul Rafe, General Secretary of Vidyasagar CCB Staff Union, Com Rup Kr. Roy were present in the meeting. We congratulate the employees of the ARDB.

A meeting of retired Co-operative Bank Employees Association was held on Sunday in Kolkata. Certain important decisions were held to be informed by comrade Snehamoy Dutta, Secretary of the Association.