নিখিলবঙ্গ সমবায় ব্যাঙ্ক কর্মচারী ফেডারেশান

২৫ ডি, শেক্সপিয়র সরনী, কোলকাতা- ৭০০০১৭

ফোন নং- 9433071385        E-mail: abcbef.kol@gmail.com

 অনুমোদিত  সারা ভারত  সমবায় ব্যাঙ্ক কর্মচারী ফেডারেশন

অন্তর্ভুক্ত  বঙ্গীয় প্রাদেশিক ব্যাঙ্ক কর্মচারী এ্যাসোসিয়েশন ও সারা ভারত ব্যাঙ্ক কর্মচারী এ্যাসোসিয়েশন

নিখিল বঙ্গ সমবায় ব্যাঙ্ক কর্মচারী ফেডারেশন, পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্ক,সমবায় কৃষি ও গ্রাম উন্নয়ন ব্যাঙ্ক ও শহর সমবায় ব্যাঙ্কগুলির কর্মচারী সংগঠনের রাজ্যস্তরে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সংগঠন।

এছাড়া ফেডারেশনের উদ্যোগে সমস্ত ধরনের অবসর প্রাপ্ত সমবায় ব্যাঙ্ক কর্মচারীদের সংগঠন রিটায়ার্ড সমবায় কর্মচারী ওয়েল ফেয়ার এ্যাসোসিয়েশন যা ২৭ শে সেপ্টেম্বর ২০১৫ সালে মেদিনীপুর শহরে প্রথম রাজ্য সম্মেলনের মাধ্যমে গঠিত হয়। ২৮ শে জুলাই ২০১৯ সালে নদিয়া জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্ক ভবনে দ্বিতীয় রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়।

প্রাথমিক ঋণদান সমিতি (PACS) গুলির কর্মচারীদের নিয়ে পশ্চিমবঙ্গ প্রাথমিক ঋণদান সমিতি কর্মচারী এ্যাসোসিয়েশন ও ফেডারেশনের উদ্যোগে গঠিত   হয়।

প্রতিষ্ঠা দিবসঃ ২৬ শে সেপ্টেম্বর,১৯৬৭,বারাসাত,উত্তর ২৪ পরগণা ও স্থান

ঠিকানাঃ-

রেজিস্ট্রার অফিসঃ ৩ বি, লালবাজার স্ট্রীট, কোলকাতা

উল্লেখযোগ্য সাফল্যগুলিঃ-

  • সমবায় ব্যাঙ্ক কর্মচারীদের জন্য কৃষ্ণমূর্তি পে-কমিটি গঠন।
  • ভক্তি ভূষণ মণ্ডল পে-কমিটি গঠন।
  • শ্রম আদালতের এ্যাওয়ার্ড প্রাপ্তি।
  • দুর্বল জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কগুলিকে রাজ্য সমবায় ব্যাঙ্কের মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য আন্দোলন। (২৪ পরগণা কেন্দ্রীয় সমবায় ও কোচবিহার কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্ক)
  • বালুরঘাট ও কোচবিহার এ আর ডি বি-এর লিকুইডেশনের প্রস্তাব প্রত্যাহারের দাবীতে আন্দোলন।
  • রুগ্ন শহর সমবায় ব্যাঙ্কগুলিকে পুনরুজ্জীবিত করার জন্য বামফ্রন্ট পশ্চিমবঙ্গ সরকারের কাছে আর্থিক সহায়তা প্রদানের জন্য দাবী করা ও রাজ্য সরকার কতৃক আর্থিক সহায়তা প্রদান।

Name Of the First Office Bearers of The
ALL BENGAL COOPERATIVE BANKS EMPLOYEES’ FEDERATION

Prabhat Kar President
Anath Mukherjee Vice President
Sushil Ghosh Vice President
Ambujakhya Mukherjee Vice President
Monoranjan Bose General Secratary
Rakhal Raj Chatterjee Asst. General Secretary
Umakanta Majumdsar Jt. Secretary
Sabitangshu Duttagupta Jt. Secretary
Birati Dey Jt. Secretary
Sibsankar Ganguli Jt. Secretary
Biren Banerjee Jt. Secretary
Sisir Chatterjee Jt. Secretary
উপদেষ্টা মণ্ডলী
কমরেড মনোরঞ্জন বোস
কমরেড কমল ভট্টাচার্য্য
কমরেড রাজেন নাগর
কমরেড অমরেন্দ্রনাথ পোদ্দার
ওয়েব সাব কমিটি
স্নেহময় দত্ত
সঞ্জয় সাহা
সুশান্ত ঘোষ
তপন কুমার বোস
অশোক রায়
অমরনাথ বেরা