11th Conference of Co-operative Bank Staff Association, UP started yesterday on 23rd April 2022 at Krishna Firm Auditorium at Bijnor, Uttar Pradesh with great enthusiasm. Comrade Tapan Bose , General Secretary of AICBEF inaugurated the Conference. Minister of State, panchayet Sri Bhupendra Choudhary was the Chief Guest. Comrade G.Vairappan, AICBEF president, Comrade Surajbhan Sing, Secretary AICBEF, Comrade Ashok Kumar Roy, treasurer AICBEF spoke on various issues relating to Co-operative Banks and its employees. Our veteran leader ex-vice president of AICBEF Comrade Ramphal Singh, General Secretary of BSA,UP. Comrade Vijay Kumar Saxena, Chairman of Reception Committee Sri Dinesh Kumar, Chairman of Bijnor CCB were present in the meeting.
ধর্ণা কর্মসূচিতে বক্তব্য রাখছেন AICBEFও ABCBEF এর সাধারণ সম্পাদক কমরেড তপন কুমার বসু AIBEA এর প্রেসিডেন্ট ও BPBEA এর সম্পাদক কমরেড রাজেন নাগর এবং BPBEA এর চেয়ারম্যান কমরেড কমল ভট্টাচার্য্য। ধর্ণা কর্মসূচিতে উপস্থিত বিপিবিইএ নেতৃত্ব ও বিভিন্ন জেলা থেকে আগত নেতৃবৃন্দ ও সদস্যগণ। দেশের বিভিন্ন প্রান্ত অন্ধ্র প্রদেশ উত্তর প্রদেশ রাজস্থান ও মেঘালয়ে ধর্ণা কর্মসূচির কিছু অংশ
New Updates
সামাজিক দায়বদ্ধতা ও বাৎসরিক কর্মসূচীর মধ্য দিয়ে বিদ্যাসাগর সেন্ট্রাল কোঃ অপাঃ ব্যাঙ্ক (মেদিনীপুর) স্টাফ ইউনিয়নের উদ্যোগে আজ পশ্চিম মেদিনীপুর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হলো মহতি রক্তদান শিবির। এই অনুষ্ঠানটির শুভ উদ্ভোদন করেন ব্যাঙ্কের ভায়েস চেয়ারম্যান মাননীয় সন্দীপ কুমার ঘোষ মহাশয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সারা ভারত সমবায় ব্যাঙ্ক কর্মচারী ফেডারেশনের গুরুত্বপূর্ণ সদস্য মাননীয় স্নেহময় দত্ত মহাশয়। উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত কর্মচারী ও বিশিষ্ট সমবায়ী মাননীয় বিদ্যুৎ বিকাশ ভট্টাচার্য ও আশীষ কুমার দাস মহাশয়। এছাড়াও উপস্থিত ছিলেন পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার বিভিন্ন সমবায়ী কর্মচারী ও ইউনিয়নের সদস্যা ও সদস্যবৃন্দ।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়নের সভাপতি অমূল্য রতন চট্টোপাধ্যায় ও সম্পাদক মনোজিৎ দাস সহ উপস্থিত অফিস বেয়ারার বাপি কুমার পাল,গোপাল রায়,সেক্ আব্দুল রাফে,অদৈত্য মহাপাত্র,সুপ্রিয় জানা,পাপ্পু খান সহ উপস্থিত এক্সিকিউটিভ কমিটির মেম্বারগন। ইউনিয়নের সভাপতি সমগ্র অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য উপস্থিত সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে ২ জন মহিলা রক্তদানকারী ও ২৫ জন নতুন রক্তদাতা সহ মোট ৫০ জন রক্তদাতার রক্তদানের মধ্যদিয়ে এই অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করেন।।
Core committee of AICBEF held today at AIBEA Office at chennai to chalkout the further program of movement for implementation of RBI guideline on merger of DCCB with state co-operative Bank and related issues.
সমবায় ব্যাঙ্ক ব্যবস্থার কাঠামো গত পরিবর্তনের জন্য দীর্ঘ দিন যাবত নিখিল বঙ্গ সমবায় ব্যাঙ্ক কর্মচারী ফেডারেশন দাবি করে আসছে। বর্তমান ত্রিস্তরীয় ব্যবস্থা পরিবর্তন করে দ্বিস্তরীয় ব্যবস্থা চালু করলে সমবায় ব্যাঙ্ক ব্যবস্থার ব্যাপক পরিবর্তন ঘটবে। জেলায় জেলায় কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্ক গুলিকে রাজ্য সমবায় ব্যাঙ্কের সাথে যুক্ত করলে একদিকে যেমন রাজ্য সমবায় ব্যাঙ্কের কার্যকরি মূলধন বৃদ্ধি পারে তেমনি রাজ্যের কৃষক ও অন্যান্য অংশের কাছে কম সুদে ঋণ পৌঁছনোর ফলে তাদের অর্থনৈতিক উন্নয়ন ঘটবে।এছাড়া সারা রাজ্য জুড়ে একই রকম সমবায় ব্যাঙ্ক ব্যবস্থার সম্প্রসারণ ঘটবে। রাজ্য জুড়ে সমবায় ব্যাঙ্কের নতুন নতুন শাখা খোলা সম্ভব হবে এবং অনেক যুবক যুবতী কাজের সুযোগ বাড়বে।
অনেক দেরিতে হলেও রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিযুক্ত এক্সপার্ট কমিটি এ বিষয়ে সহমত পোষণ করেছেন এবং RBI সংযুক্ত করনের জন্য গাইড লাইন প্রকাশ করেছেন। নিখিল ভারত সমবায় ব্যাঙ্ক কর্মচারী ফেডারেশনের ডাকে বিভিন্ন রাজ্যে ও ব্যাঙ্কে ব্যাঙ্কে কর্মচারী, আমানতকারী ও সদস্যদের কাছে আমাদের বক্তব্য নিয়ে যাওয়া প্রয়োজন। আমাদের দ্বিস্তর প্রথার দাবিকে কার্যকর করার জন্য জনমত গঠন অতীব জরুরি। সেই সিদ্ধান্ত অনুসারে আজকে তমলুক ঘাটাল কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের উদ্যোগে ব্যাঙ্কের ত্রিতলে এক সভা থেকে গণস্বাক্ষর কর্মসূচির সূচনা করেন নিখিল বঙ্গ সমবায় ব্যাঙ্ক কর্মচারী ফেডারেশনের সহ –সভাপতি কমরেড গঙ্গাধর মণ্ডল।
সভায় সংগঠনের নানা বিষয় নিয়ে আলোচনা হয়। প্রমোশণ, বোনাস অ্যাসোসিয়েশণের অফিস ঘর হস্তান্তর করার বিষয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় রাজ্য সংগঠনের সহ সম্পাদক কমরেড অশোক কুমার রায় কমরেড সঞ্জয় সাহা ও কমরেড সুশান্ত ঘোষ উপস্থিত ছিলেন।
সভায় আলোচনা উত্থাপন করেন কমরেড বিকল্প সামন্ত। সভা পরিচালনা করেন সভাপতি হিমাদ্রী কান্ডার।
২৮শে আগষ্ট ২০২২ রাজ্য কমিটির বর্ধিত সভা সংগঠনের সদর দফতরে অনুষ্ঠিত হয়। স্থির চিত্রে তার এক ঝলক।
সভায় সংগঠনের গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিধান্ত গৃহিত হয়।
Memorandum submitted before Expert Committee appointed by Central Government under the Chairmanship of Deputy General Manager of NABARD by President of AIBEA, Comrade Rajen Nagar, General Secretary of AICBEF, Comrade Tapan Kumar Bose, Vice President of AICBEF, Comrade Partha Chandra, Treasurer of AICBEF, Com Ashoke Kumar Roy at Royal Bengal Hotel Banquet. Comrade Gangadhar Mondal, CC member of AICBEF, Comrade Rup Kumar Roy, Comrade Biswajit Roy were present in the deputation. Expert committee assured us to go through the issues raised in the memorandum in favour of two tier structure of short term credit.
আজ ফেডারেশনের ৫৬তম প্রতিষ্ঠা দিবস রাজ্যের বিভিন্ন প্রান্তে সমবায় ব্যাঙ্ক কর্মচারীগণ নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালনের কিছু ছবি।
AICBEF Office Bearers meeting held on 27th September 2022 at Hotel Divya Palace, Indore, Madhya Pradesh. General Secretary Comrade Tapan Kumar Bose placed the report for discussion. Comrade Rajen Nagar, President AIBEA. Com M.K Shukla, Prasident, MPCBEF, Com Aloke Khare General Secretary. MPBOA and other leaders were present in the meeting. Comrades from different States participated in the discussion regarding implementation of Two Tier system in short term credit structure and on organization. Comrade Vijay Saxena, Com. Subramaniam, Com Surajbhan Sing Amera, Com Aswini Kapoor, Com Edward Linsin, Com Chandra Prakash Vyas, Com P. Pradeep Kumar and Com Ashok Kumar Roy discussed on the report. Comrade G. Nimgaonkar Vice president of AICBEF, presided over the meeting.
Joint Meeting of AIBEA & AICBEF for the first time in history of Bank Employees movement held on 28th September 2022 at Indore, Madhya Pradesh. Comrade C.H Venkatachalam, General Secretary, AIBEA, Comrade Rajen Nagar, President, AIBEA, Comrade Tapan Kumar Bose, General Secretary, AICBEF, Comrade P Pradeep Kumar, Comrade Rambabu, Secretary AIBEA & Office Bearers of AIBEA and AICBEF was present in the meeting, discussed on the need of 2 Tier Credit structure in Co-operative Banking System, pension for Co-operative Bank Employees and expansion of organization.
AICBEF Office Bearers meeting held on 27th September 2022 at Hotel Divya Palace, Indore, Madhya Pradesh. General Secretary Comrade Tapan Kumar Bose placed the report for discussion. Comrade Rajen Nagar, President AIBEA. Com M.K Shukla, Prasident, MPCBEF, Com Aloke Khare General Secretary. MPBOA and other leaders were present in the meeting. Comrades from different States participated in the discussion regarding implementation of Two Tier system in short term credit structure and on organization. Comrade Vijay Saxena, Com. Subramaniam, Com Surajbhan Sing Amera, Com Aswini Kapoor, Com Edward Linsin, Com Chandra Prakash Vyas, Com P. Pradeep Kumar and Com Ashok Kumar Roy discussed on the report. Comrade G. Nimgaonkar Vice president of AICBEF, presided over the meeting.
AICBEF, Corn Madhab Rao, Advisor AICBEF. Com P.Pradeep Kurnar,Deputy General Secretary AICBEF, Com Janardhana Rao,Com Ashok Kumar Roy, Com Surendra, Gen Secretary, Telengana State, Corn RaVi Kumar, Gen Secretary Andhra Pradesh and many other comrades pay their respectful homages to their departed leader. Corn Rambabu president, APCCBEA presided over the meeting. 22:59 ✓
13th Conference of Andhra Pradesh Co-operative Central Bank Employees Association ended with full enthusiasm at Ambedkar Auditorium, Srikakulam. Comrade C H Venkatachalam, General Secretary, AIBEA inaugurate the conference. Deputy Chief Minister, Comrade Tapan Kumar Bose, General Secretary, AICBEF, Chair Person of APCOB, Chairman of CCB’S and many other dignatories spoke in the conference. A colourful procession of Bank Employees (including a large nos. Female Comrade) also organized. Conference unanimously re-elected Comrade Ravi Kumar as General Secretary & Comrade Rambabu as President.
9th Joint District Conference of AIBEA & AIBOA, Uttar Dinajpur district was held today i.e. on 20.11.22 at CARITAS, Uttar Dinajpur. It was the 1st district conference as a preparatory of the upcoming BPBEA State Conference. In the open session, BPBEA State leadership Com. Kamal Da, Com. Rajen Da, Com. Rakhal Da, Com. Sanjit Da, Com. Subhasis Da were present there. Com. Sanjoy Saha and Com. Rup Kumar Roy represented ABCBEF in that meeting as invitees. The conference proceeds in a very organized manner where all the leadership delivered there valuable speech describing the following points………..
1. Past History of Indian economy and Banking Sector,
2. Role of AIBEA for organizing the Bank Employees,
3. Different struggles fought by AIBEA and fruitful results derived out of it,
4. Present day threat in the Banking Sector etc.
In the delegate session Secretary’s report was placed and was adopted with unanimous support. New district committee for workmen and officer association was constituted and a very good news for ABCBEF that Raiganj CCB leadership Com. Prantik Banerjee was selected as President and Raiganj ARDB leadership Com. Kaderi Kibria was selected as Vice President in the workmen association. Com. Prantik The conference ended with great success and enthusiasm.
First Day of 7th Conference of Tamil Nadu Co-operative Bank Employees Association held on 10th December 2022 at Nagercoil, Tamil Nadu. Com C.H. Venkatchalam, General Secretary AIBEA presided over the meeting. Com G. Vairappan, General Secretary TNCBEA placed the report. Com Tapan Kumar Bose, General Secretary AICBEF. Com P Pradeep Kumar, Deputy General Secretary AICBEF, Com M Nagraj, Com Ravi Kumar, Com V Surendra and Com Ashoke Kumar Roy were present in the meeting.
Hon’ble Minister for IT, T Mano Thangaraj, Govt of Tamil Nadu and Hon’ble Vijay Basant, MP delivered their valuable speech before the delegates.
First Day of 7th Conference of Tamil Nadu Co-operative Bank Employees Association held on 10th December 2022 at Nagercoil, Tamil Nadu. Com C.H. Venkatchalam, General Secretary AIBEA presided over the meeting. Com G. Vairappan, General Secretary TNCBEA placed the report. Com Tapan Kumar Bose, General Secretary AICBEF. Com P Pradeep Kumar, Deputy General Secretary AICBEF, Com M Nagraj, Com Ravi Kumar, Com V Surendra and Com Ashoke Kumar Roy were present in the meeting.
7th Conference of Madhya Pradesh Co-operative Bank Employees Federation held on 26th February 2023 at Hotel Vijan Palace, Jabalpur. Conference was inaugurated by Com Tapan Kumar Bose, General Secretary, AICBEF. He spoke on the issues of Amalgamation of DCCB with State Apex Bank & EPS’95. Comrade V.K.Sharma, General Secretary, MPBEA, Com Alok Khare. General Secretary, MPBOA. Spoke on the need of organisational unity and struggle for achieving the demands of Co-operative Bankmen. Sri Ajoy Kumar Banerjee, Ex Jt. Director of Pant. Nagar Agriculture University & Sri Ram Nibas Bairawa, Ex Regional P.F Commissioner, M.P spoke before the delegates. Com G. Nimgaokar General Secretary of MP Co op Bank Employees Federation placed the report and Com. Jogen Mahawar placed the A/cs, accepted unanimously. Com M.K. Shukla, President of MPCBEA presided over the meeting. Com Ashok Kumar Roy, Treasurer. AICBEF also present in the Conference. Conference ended with great enthusiasm re-electing Com M.K. Shukla as President and Com G. Nimgaonkar as General Secretary and Com Jogen Mahawar as Treasurer.
29th Conference of AIBEA held at Mumbai from 13th to 15th May 2023
1) General Secretary of All India Co-op. Bank Employees Federation spoke in the 29th Conference of AIBEA
2) Red Salute to Com Rajen Nagar and Com Partha Chandra
Annual General Meeting of Jalpaiguri Central Co-operative Bank Employees Association held on 17th September 2023
Conference of Retired Employees of Tamluk Ghatal Central Co-operative Bank held on 23rd September 2023 at Tamluk.
২৬শে সেপ্টেম্বর ২৩ ফেডারেশনের ৫৭ তম প্রতিষ্ঠা দিবস কেন্দ্রীয় অফিসে পতাকা উত্তোলনের মাধ্যমে পালিত হয়।
All India Youth & Women Convention of Co-operative Bank Employees held on 14th October ‘2023 at Hotel Pratap Palace, Varanasi, Uttar Pradesh. Comrade C.H. Venkatchalam, General Secretary, AIBEA inaugurated the Convention. Comrade Tapan Kumar Bose, General Secretary, AICBEF placed the background paper for discussion. Comrade Vijay Saxena General Secretary, Co operative Bank Staff Association, U.P greeted the delegates and Guests. Com Rajnish Gupta, Com T.S. Santhana, Com Ankit Dube, Com Swati Singh greeted the delegates. Com R.B. Choube, Chairmam of Reception Committee welcome the delegates participating in the Convention. Sri K.K. Gupta, CGM. NABARD also present his views on Co operative Banking System and urge for necessary changes to develop the Co operative Bank. Comrade G. Nimgaonkar, Vice President of AICBEF, presided over the convention. Many young Comrades spoke on various issues. Convention was ended with great enthusiasm.
ABCBEF delegation to the Chairman West Bengal State Cooperative union for handling over the memorandum demanding Election in all Cooperative Banks and Societies. Delegation led by our General Secretary Tapan Kumar Bose & others included Sanjoy Saha, Amar Bera and Rup Kr. Roy. Sri Asis Chakrabarty vice chairman & Sri Sibnath Roy were also present during the meeting.
Some pictures of youth & women convention of Andhra Pradesh held on 9th – 10th December at Rajahmundry Municipality Hall organized by APCCBEA. Co-operative Bank Employees in huge attended the Convention. Co-operators from Different District Central Co-operative Bank including Chair Person of State Co-operative Bank attended the Convention.
Comrade Tapan Kumar Bose, General Secretary, Com P Pradeep Kumar, Deputy General Secretary. Com V Surinder, General Secretary, Telangana CCBEA, Com Ashok Kumar Roy, treasurer were present in the Convention on behalf of AICBEF. Com Rambabu, Secretary of AIBEA also present and guide the Convention. Congratulation to Comrade Ravi Kumar & his entire team for wonderful arrangements.
3RD CENTRAL COMMITTEE MEETING AT ICMARD, KOLKATA ON 07.01.2024
1ST DEATH ANNIVERSARY OF LEGENDARY
31st Conference of Tamluk Ghatal Central Co-op. Bank Employees Association held at Digha on 10th February 2024
জন্ম ২৪/০৯/১৯৫১
মৃত্যু ১৫/০৪/২০২৪
তুমি রবে নিরবে
গত ২১/০৪/২০২৪ প্রয়াত ( ১৫/০৪/২০২৪) কমরেড অশোক কুমার রায় রাজ্য কমিটির সভাপতি ও নিখিল ভারত সমবায় ব্যাংক কর্মচারী ফেডারেশনের সহসভাপতি এর স্মরণ সভা রাজ্য সদর দপ্তরে অনুষ্ঠিত হয়ে গেল। দুই মেদিনীপুর বাকুড়া বর্ধমান ও অন্যান্য জেলা থেকে তীব্র তাপ প্রবাহকে উপেক্ষা করে কমরেডদের এই সভায় উপস্থিতি ছিল চোখে পড়ার মত। অশোক দার স্মৃতি চারনা করতে গিয়ে অনেক আবেগ তাড়িত হয়ে পড়েন। কমরেড অশোক কুমার রায় এর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে গিয়ে বক্তাদের কথায় যে বিষয় গুলি সামনে আসে তা হলো তিনি ছিলেন সকলের প্রিয় অশোক দা। সমবায় ব্যাংক কর্মচারী আন্দোলনে, তা রাজ্য ও দেশে একজন অগ্রনী পথ প্রদর্শক তথা গুরুত্বপূর্ণ নেতা। অশোকদা ছাত্র জীবনে ই বামপন্থী ছাত্র আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন। এবং পরবর্তীতে কমিউনিস্ট মতাদর্শে উদ্বুদ্ধ হয়ে কমিউনিস্ট পার্টির সদস্যপদ গ্রহণ করেন এবং আমৃত্যু পার্টির হয়ে নি:স্বার্থ ভাবে জনগণের জন্য কাজ করে গেছেন। তার নশ্বর দেহটিও চিকিৎসা শাস্ত্রের উন্নতির জন্য দান করে গেছেন।তিনি একজন প্রচার বিমুখ মানুষ হিসেবে পরিচিত ছিলেন। কারোর কাছে মুখ ফুটে নিজের জন্য কিছু চাইতেন না। নিজে হায়ার পেনশন পাবেন না জেনেও এই ক্ষেত্রে অগ্রনী ভূমিকা পালন করেছেন। যা সমবায় ব্যাংক কর্মচারীরা চিরদিন মনে রাখবে।
এই সভা অত্যন্ত দু:খের সঙ্গে ও বেদনাহত চিত্তে মন করে কালের প্রবাহে হয়তো শূন্য স্থান পূরন হয়ে যাবে কিন্তু অশোকদার না থাকায় আমাদের মাঝখানে যে শূন্যতা তৈরী হলো তা কখন ই পূরন হওয়ার নয়। আমরা একজন সত্যিকারের অভিভাবকে হারালাম। আজ আমরা সঙ্ঘ বদ্ধভাবে সঙ্কল্প নেব আপনার প্রদর্শিত পথ থেকে আমরা বিচ্যুত না হই। আপনার কর্মনিষ্ঠা আমাদের সর্বসময়ের প্রেরনা ও দিকনির্দেশ হয়ে থাকুক। আপনি নিরবে আজও আছেন আমাদের মাঝে আপনার কর্মে, আপনার ভাবনায়, আপনার অনুপ্রেরণায়। আমরা সমবেত ভাবে ইশ্বরের কাছে প্রার্থনা করি আপনার পরিবারের সকল সদস্যদের এই দু:সহ সময় কাটিয়ে উঠতে সাহায্য করেন।
কমরেড অশোক কুমার রায় অমর রহে।
কমরেড অশোক কুমার রায় লাল সেলাম।
কমরেড অশোক কুমার রায় তোমায় আমরা ভূলছি না ভুলবো না।